অরিত্রী আত্মহত্যার ঘটনায় ভিকারুননিসার শিক্ষিকা কারাগারে

অরিত্রী অধিকারী আত্মহত্যা প্ররোচণা মামলায় ভিকারুননিসার শিক্ষিকা হাসনা হেনাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

- Advertisement -

আদালতে হাজির করার পর বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) তাকে কারাগারে প্রেরণ করার জন্য ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন।

- Advertisement -google news follower

এর আগে, সোমবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকার শান্তিনগরে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে অরিত্রী আত্মহত্যা করে। এ ঘটনায় বুধবার (৫ ডিসেম্বর) অরিত্রীর বাবা পল্টন থানায় আত্মহত্যার প্ররোচণাদানকারী হিসেবে ভিকারুননিসার অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার অন্যতম আসামি হাসনা হেনাকে রাজধানীর উত্তরার একটি হোটেল থেকে বুধবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

- Advertisement -islamibank

মামলার অন্য আসামিরা হলেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতী শাখার প্রধান শিক্ষিকা জিনাত আক্তার।

এদিকে অরিত্রী অধিকারী আত্মহত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জয়নিউজ/পলাশ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM