খালেদার বিষয়ে সিদ্ধান্ত বিকালে

আসন্ন নির্বাচনে ৩ আসনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করেছে ইসি। এর ফলে ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে খালেদা জিয়া লড়তে পারবেন কি-না তা এখনো স্পষ্ট নয়।

- Advertisement -

তবে নির্বাচন কমিশন স্বচ্ছ মনোভাব দেখালে প্রার্থিতা ফিরে পাবেন খালেদা জিয়া, এমনটাই আশা তাঁর আইনজীবীদের।

- Advertisement -google news follower

শনিবার (৮ ডিসেম্বর) আপিল শুনানির তৃতীয়দিন খালেদা জিয়ার আপিল শুনানি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন এবং মাহবুব উদ্দিন খোকনসহ কয়েকজন আইনজীবী।

বিকাল ৫টায় এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

- Advertisement -islamibank

ফেনী-১, বগুড়া-৬ এবং বগুড়া-৭ আসনের মনোনয়নপত্র নিয়ে গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার আইনজীবীরা তার পক্ষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM