সিলেটেই সিরিজ জয়

সিলেটের মাঠে ওয়ানডে অভিষেক। আর সেই সিলেটেই সিরিজ নির্ধারণী ম্যাচে উইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো মাশরাফি বাহিনী।

- Advertisement -

জয়ের পথে বাংলাদেশ

- Advertisement -google news follower

তামিম-সৌম্যের ব্যাটে ভর করে জয়ের পথে বাংলাদেশ। জয়ের জন্য আর মাত্র ৪৫ রান প্রয়োজন টাইগারদের।

সাজঘরে লিটন

- Advertisement -islamibank

তামিম ইকবাল এবং লিটন দাসের ব্যাটে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম ১০ ওভারে সাড়ে চার রান রেটে স্কোরবোর্ডে রান যোগ করেছিল বাংলাদেশ। কিন্তু ১১তম ওভারে কিমো পলের প্রথম বলে লাইনের বিপরিতে খেলতে গিয়ে মিড অন অঞ্চলে ক্যাচ দিয়ে বসেন লিটন। ২৩ রান আসে তাঁর ব্যাট থেকে।

ব্যাটিংয়ে বাংলাদেশ

১৯৯ রানের টার্গেটে লিটনকে সাথে নিয়ে ব্যাটিং করতে মাঠে নেমেছেন নিয়মিত ওপেনার তামিম ইকবাল।

মাশরাফির বলে রোচের বিদায় 

৮ বলে ৩ রানে আউট হলেন রোচ। কিমো পলের পর এবার বাংলাদেশ অধিনায়কের শিকার কেমার রোচ। এই উইকেটও অফ কাটারে। ভেতরে ঢোকা বলে ফ্লিকের মতো খেলতে চেয়েছিলেন রোচ। টাইমিং হয়নি, বল লাগে প্যাডে। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিয়েও টিকতে পারেননি রোচ।

মাশরাফির প্রথম

মাশরাফিকে উড়িয়ে মারতে গিয়ে পল আউট হলেন। অফ কাটারে উপড়ে যায় তার স্টাম্প। বাংলাদেশ অধিনায়ক পেলেন ম্যাচে প্রথম উইকেট। ২২ বলে ১২ রানে আউট হলেন পল।

চেইসকে ফেরালেন সাকিব

সাকিবের বলে উগিয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা সৌম্যের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন রসটন চেইস। দলীয় ১৩৩ রানে ব্যক্তিগত ২০ বলে ৮ রান করে আউট হন তিনি।

পেনাল্টিতে ৫ রান

সাইফ উদ্দিনের অফ কাটারে পরাস্ত হয়েছিলেন রোস্টন চেইস। একটু নিচু হওয়া বলটি ডাইভ দিয়েও ঠেকাতে পারেননি উইকেটকিপার মুশফিকুর রহিম। বল লাগে তার ঠিক পেছনে মাটিতে পড়ে থাকা হেলমেটে। ফলে ওয়েস্ট ইন্ডিজ পায় পেনাল্টি ৫ রান।

মিরাজের চার

সিলেটে মিরাজের ম্যাজিক চলছে। উইন্ডিজ অধিনায়ক রভমেন পাওয়েলকে ফিরিয়ে এখন পর্যন্ত চার উইকেট নিয়েছেন মিরাজ।

মিরাজের বলে ব্যক্তিগত ৯ বলে ১ রান করা পাওয়েল উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের পথ ধরেছেন।

সাইফের বলে স্যামুয়েলস বোল্ড

ভাঙল ৩৮ রানের তৃতীয় উইকেট জুটি। ৩২ বলে ১৯ রান করে সাইফ উদ্দিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন স্যামুয়েলস।

ব্রাভোকে ফেরালেন মিরাজ

প্রথম উইকেটের মতো বাংলাদেশের দ্বিতীয় উইকেটও নিয়েছেন মেহেদী মিরাজ। ড্যারেন ব্রাভোকে বোল্ড করে ভাঙলেন হোপের সাথে জমে উঠতে থাকা জুটি।

লেগ-মিডল স্টাম্পে ঝুলিয়ে দেওয়া বলে উড়িয়ে মারতে হিয়ে ব্যক্তিগত ২৬ বলে ১০ রানে বোল্ড হন ব্রাভো। ব্রাভোর বিদায়ে উইকেটে এসেছেন মারলন স্যামুয়েলস।

হেমরাজের বিদায়

তরুণ তুর্কি মেহেদী মিরাজের বলে ব্যক্তিগত ১৭ বলে ৯ রানে মো. মিঠুনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন চন্দরপাল হেমরাজ।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজে প্রথমবারের টসে জিতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ দলে দুই পরিবর্তন

তিন নম্বরে নেমে দুই ইনিংসেই ব্যর্থ ইমরুল কায়েস জায়গা হারিয়েছেন একাদশে। সিরিজের প্রথম দুই ম্যাচে দলের বিশেষজ্ঞ বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলিং করা পেসার রুবেল হোসেনও নেই একাদশ।

দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তিনে ফিরে যাচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। রুবেলের জায়গায় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন।

উইন্ডিজ দলে টমাসের জায়গায় অ্যালেন। 

গতির ঝড় তোলা ওশান টমাস নেই ওয়েস্ট ইন্ডিজ দলে। খেলছেন স্পিনিং অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: রভম্যান পাওয়েল, মারলন স্যামুয়েলস, রোস্টন চেইস, দেবেন্দ্র বিশু, চন্দ্রপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, শেই হোপ, কিমো পল, কেমার রোচ, ফ্যাবিয়ান অ্যালেন।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM