১৭০ মুক্তিযোদ্ধাকে চসিকের সম্মাননা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ১৭০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

- Advertisement -

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী, চট্টগ্রামের সাবেক এমএলএ মুক্তিযোদ্ধা আবু সালেহ, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো. সাহাবউদ্দিন, মহানগর কমান্ডার মোজাফফর আহমদ।

- Advertisement -google news follower

১৭০ মুক্তিযোদ্ধাকে চসিকের সম্মাননা

সভাপতির বক্তব্যে মেয়র বলেন, স্বাধীনতার পর থেকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি। যে স্বপ্ন ও চেতনা নিয়ে বীর বাঙালি দেশ স্বাধীন করেছিল সেই স্বপ্নপূরণ করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রচেষ্টার ধারাবাহিকতা রাখতে হবে।

- Advertisement -islamibank

সভায় স্বাগত বক্তব্য রাখেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা। বক্তব্য রাখেন সচিব মো আবুল হোসেন, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। সঞ্চালনায় আছেন মো. সাহাব উদ্দিন মজুমদার ও কনক দাশ। ধন্যবাদ জ্ঞাপন করেন কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

জয়নিউজ/কাউছার/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM