সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

সিরিয়া থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

- Advertisement -

বুধবার (১৯ ডিসেম্বর) টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, আমরা সিরিয়ায় আইএস-কে পরাজিত করেছি। ট্রাম্পের প্রেসিডেন্সিতে শুধু আইএস-কে হটানোর জন্যই মার্কিন সেনাকে সেখানে (সিরিয়া) রাখা হয়েছিল।

- Advertisement -google news follower

মার্কিন প্রতিরক্ষা দফতর ও প্রশাসনিক সূত্র জানিয়েছে, সেনাদের সিরিয়া থেকে ফেরানোর পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ ঘোষণায় খোদ ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির অনেক সিনিয়র সদস্য বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন। তবে সেনা প্রত্যাহারের পূর্ণাঙ্গ রূপরেখা এখনও চূড়ান্ত নয়। ২০১৯ সালের মধ্য জানুয়ারি নাগাদ মার্কিন বাহিনীকে সিরিয়া থেকে সরানো হবে।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, সিরিয়ায় ৮ বছরের গৃহযুদ্ধে কয়েক লাখ মানুষের নিহত হওয়ার পাশাপাশি এক কোটিরও বেশি মানুষ বাস্তচ্যুত হয়েছে। এদের মধ্যে প্রায় ৬ লাখ মানুষ বিদেশে শরণার্থী হতে বাধ্য হয়েছে। সিরিয়ায় মোটা দাগে আইএসের পতন হলেও জঙ্গিগোষ্ঠীটির অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে যায়নি। দেশটির কিছু কিছু স্থানে এখনও তাদের উপস্থিতি রয়েছে।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM