শুল্ক গোয়েন্দার জালে বাড়তি চকলেটের চালান

ঘোষণার অতিরিক্ত পণ্য আমদানি করায় শুল্ক গোয়েন্দার জালে ধরা পড়েছে ঢাকার আমদানিকারক রিমা ইন্টারন্যাশনালের চালান। ঘোষণা অনুযায়ী ২ হাজার ৫১২ কেজি চকলেট আমদানির ঘোষণা থাকলেও তারা ১ হাজার ৭৮ কেজি বেশি চকলেট আমদানি করেছে।

- Advertisement -

রোববার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার কাছে এক চিঠির মাধ্যমে চালানটির ন্যায় নির্ণয়সহ শুল্ককরাদি আদায়ের জন্য প্রেরণ করা হয়েছে।

- Advertisement -google news follower

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, ঢাকার বেগম বাজার এলাকার আমদানিকারক রিমা ইন্টারন্যাশনাল (বিন নম্বর ০০০৬১৪৩৪৫) ঘোষণাতিরিক্ত পণ্য থাকার সংবাদ পাওয়ায় প্রতিষ্ঠানটির চালান (বিল অব এন্ট্রি নম্বর ১৮১৯৫৪৬, ১৩ ডিসেম্বর ২০১৮) স্থগিত করা হয়। আমদানিকারক কর্তৃক মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল এসএএফ (সেফ) কোম্পানি।

ঘোষণা অনুযায়ী চালানটিতে ২ হাজার ৫১২ কেজি চকলেট আমদানির ঘোষণা থাকলেও কায়িক পরীক্ষায় মিলে ৩ হাজার ৫৯০ কেজি চকলেট। অতিরিক্ত আমদানি হওয়া চকলেটের শুল্কায়নযোগ্য মূল্য ১৫ লাখ ৬৮ হাজার ৮২২ টাকা। চালানটি আটকের মাধ্যমে অতিরিক্ত ৯ লাখ ৯৯ হাজার ৭৬৯ টাকার রাজস্ব আদায় নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দারা।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM