নির্বাচনি মাঠে সেনাবাহিনী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য রোববার (২৩ ডিসেম্বর) মধ্যরাত থেকে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। সোমবার (২৪ ডিসেম্বর) থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছে। তারা মাঠে থাকবে ২ জানুয়ারি পর্যন্ত।

- Advertisement -

ভোট গ্রহণের আগে, ভোট গ্রহণের দিন ও পরে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনের সহায়তায় থাকবে সশস্ত্র বাহিনীর সদস্যরা।

- Advertisement -google news follower

জাতীয় সংসদ নির্বাচনে ‘ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ অনুযায়ী কাজ করবে সশস্ত্র বাহিনীর সদস্যরা। তারা জেলা/ উপজেলা/ মহানগর এলাকার সংযোগস্থলে ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে এবং প্রয়োজন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করবে।

রোববার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, দেশের ৩৮৯টি উপজেলায় সেনাবাহিনী এবং ১৮ উপজেলায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM