‘খাগড়াছড়িতে নির্বাচনের পরিবেশ নেই’

খাগড়াছড়িতে বিএনপি নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলা, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, মিথ্যা মামলায় হয়রানি-গ্রেপ্তার, দলীয় অফিসে তালা এবং প্রচারকাজে বাধা দেওয়ার অভিযোগে প্রেস ব্রিফিং করেছেন বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম ভূঁইয়া।

- Advertisement -

সোমবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের কলাবাগানে নির্বাচনি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, খাগড়াছড়িতে নির্বাচনের কোনো পরিবেশ নেই। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসনকে এ বিষয়ে লিখিত ও মৌখিকভাবে জানিয়েও প্রতিকার পাইনি।

- Advertisement -google news follower

তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোটদানে সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এন আফছার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি জহির আহমেদসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

জয়নিউজ/সবুজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM