‘বিএনপির কোটি কোটি ভোটার আছে, ভোট চাইতে হবে না’

সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, বিএনপির ভোট চাওয়ার প্রয়োজন নেই। কারণ সারা দেশে বিএনপির কোটি কোটি ভোটার রয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

সভায় অধ্যাপক আবদুল মান্নান ভূঁইয়া বলেন, গ্রেপ্তার করে বিএনপিকে দমানো যাবে না। বর্তমান পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে আমাদের কাজ করতে হবে। প্রতিটি কেন্দ্রে এজেন্ট নিশ্চিত করতে হবে। বিএনপির ভোট চাওয়ার প্রয়োজন নেই। কারণ সারাদেশে বিএনপির কোটি কোটি ভোটার রয়েছে। আমাদের কাজ হবে নিজের ভোট প্রয়োগ করা। তিনি জাতীয়তাবাদী শক্তির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ড্যাব চট্টগ্রাম শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন হালিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা  অধ্যাপক ড. সুকুমার বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাদা দলের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, দৈনিক দিনকালের সম্পাদক ড. রেজওয়ান সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিকেন দেওয়ান, কারাবন্দী ডা. শাহাদাতের প্রধান নির্বাচনি সমন্বয়ক অ্যাডভোকেট বদরুল আনোয়ার, অ্যাডভোকেট বদিউল আলম, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, ড্যাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ঈসা চৌধুরী, আমার দেশ চট্টগ্রামের ব্যুরো প্রধান সাংবাদিক জাহিদুর রহমান কচি, পেশাজীবী নেতা ডা. খুরশিদ জামিল চৌধুরী, অ্যাডভোকেট জহিরুল আলম, ডা. আবদুল মান্নান, জানে আলম, মো. সেলিম, ডা. আবুল কালাম, প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, কেয়া চৌধুরী, অ্যাডভোকেট জহুর, কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক। প্রেস বিজ্ঞপ্তি

জয়নিউজ/বিশু/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM