ইসরাইলের ক্ষেপণাস্ত্র সিরিয়ার আকাশেই ধ্বংস

সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দামেস্কের কাছে ইসরাইলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে।

- Advertisement -

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে ইসরাইল এ ক্ষেপণাস্ত্র ছোঁড়ে বলে দাবি সিরিয়ার। ক্ষেপণাস্ত্রগুলো লেবাননের আকাশ দিয়ে সিরিয়ার আকাশে প্রবেশ করে।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি ক্ষেপণাস্ত্রগুলো সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করার সময় বিস্ফোরণের প্রচণ্ড শব্দ হয়। এ শব্দ দামেস্কের প্রায় সব জায়গা থেকে শোনা গেছে। দামেস্কের পশ্চিম উপকণ্ঠে অবস্থিত মেজ্জে সামরিক বিমানবন্দরের আকাশে ওই সংঘর্ষ হয়।

সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলি ওই হামলায় তাদের তিন সেনাসদস্য আহত হয়েছে। রাশিয়ার দেওয়া এ নিরাপত্তা ব্যবস্থায় একমাস আগেও ইসরাইলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে সিরিয়া।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM