রেল লাইনের পাশে বসবাস করাটা ঝুঁকিপূর্ণ। বিভিন্ন সময়ে নানা দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। তারপরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা
ছিন্নমূল মানুষগুলো মাথা গোঁজার জন্য রেল লাইনের পাশের বস্তিকে বেছে নেয়। একটা প্রভাবশালী মহল এই মানুষগুলোকে বিভিন্ন অসামাজিক কাজে ব্যবহার করে। তাই নগরের বিভিন্ন অপরাধমূলক কাজ এখান থেকেই সংঘটিত হয় বেশি। প্রশাসন বারবার উচ্ছেদ করলেও এরা আবার বসতি গড়ে। আবার গড়ে ওঠে বস্তি। কারণ ইট-পাথরের নগরে মাথা গোঁজার একটা ঠাঁই তো চাই। নগরের দেওয়ানহাট ওভারব্রিজ এলাকা থেকে শুক্রবার (২৭ ডিসেম্বর) ছবিটি ক্যামেরাবন্দি করেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।