ভোট উৎসবমুখর হবে: সিইসি

ভোটের প্রচার শেষে রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের কোনো ধরনের দ্বন্দ্বে না জড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ভোট হবে ‘উৎসবমুখর’।

- Advertisement -

সংখ্যালঘু সম্প্রদায়সহ সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে রোববার (৩০ ডিসেম্বর) সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

- Advertisement -google news follower

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে নির্বাচন ভবনে স্থাপিত একাদশ সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কার্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, ব্যাপক সংখ্যক দল ও সর্বাধিক প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। আতঙ্ক নয়, ভোট হবে উৎসবমুখর।
তিনি জানান, এখন সবাই ভোট দেওয়ার জন্য প্রস্তুত। নির্বাচন কমিশনের প্রস্তুতিও শেষ পর্যায়ে।

- Advertisement -islamibank

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম এবং ইসি সচিব হেলালুদ্দীন, এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে একাদশ সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে শনিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করবেন সিইসি কে এম নূরুল হুদা।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM