খাগড়াছড়িতে হাসপাতাল ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার ৫

দেশজুড়ে ডেস্ক :

খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার জেরে ব্যবসা প্রতিষ্ঠা ও কেএসটিসি হাসপাতালে হামলা, ভাংচুর লুটপাটের ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত দুই শতাধিককে আসামি করে মামলা হয়েছে।

- Advertisement -

কেএসটিসি হাসপাতালের মালিক কল্যানী চাকমা বাদী হয়ে রবিবার রাতে মামলাটি দয়ের করেন। রাতেই অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -google news follower

গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরু মোহাম্মদ, যুবলীগ কর্মী ইসমাইল হোসেন, শাহজাহান ইমরান ও কামরুল হাসান।

মামলা ও গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা।

- Advertisement -islamibank

বলেন, গত ১ অক্টোবর সহিংসতা চলাকালে জেলা শহরের কল্যাণপুর এলাকার কেএসটিসি নামে ডায়াগনস্টিক সেন্টার ও ভাংচুর এবং লুটের ঘটনায় মামলা হয়েছে।

মামলার পর রাতেই অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM