তিন প্রজন্মের মিলনমেলা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু নির্বাচন নয়, যেন মিলনমেলা। এ নির্বাচনেই যে মিলিত হয়েছে তিনটি প্রজন্ম! তিন প্রজন্মের মিলনমেলায় অন্য রূপ পায় ভোটকেন্দ্রগুলো।

- Advertisement -

আফসার উদ্দিন। চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রথমবারের মতো তিনি জাতীয় নির্বাচনে ভোট দিতে এসেছেন নগরের কাপাসগোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সঙ্গে এসেছেন মা ও দাদী। তাঁরা একে একে ভোট দেন পছন্দের প্রার্থীকে।

- Advertisement -google news follower

শিক্ষার্থী আফসার উদ্দিন জয়নিউজকে বলেন ভোট নিয়ে তাঁর আগ্রহের কথা, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের কথা। তিনি বলেন, ভোট দিতে পারবো কি-না সংশয় ছিল। তাই প্রথমে একা এসেছিলাম ভোট দিতে। কিন্তু ভোটকেন্দ্রে এসে দেখলাম সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। পরে মা ও দাদীকে বাসায় গিয়ে নিয়ে এলাম। তারাও ভোট দিয়েছেন পছন্দের প্রতীকে।

জয়নিউজ/ফরহান অভি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM