সন্তুষ্ট বিদেশি পর্যবেক্ষকরা

নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশি পর্যবেক্ষকরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে সাংবাদিকদের বলেছেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।
ভোটকেন্দ্রে সব দলের প্রতিনিধিদের দেখেছেন এবং সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টের কথা জানিয়েছেন কানাডিয়ান নাগরিক তানিয়া ফস্টার।

- Advertisement -

রোববার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এমন কথা বলেন।
তানিয়া ফস্টার বলেন, আমরা এখন পর্যন্ত ৫টি কেন্দ্র ঘুরে দেখেছি। পোলিং এজেন্ট থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার সবাই নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছেন। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট।

- Advertisement -google news follower

তানিয়া বলেন, নির্বাচনের উৎসবমুখর পরিবেশ দেখে আমি মুগ্ধ।

পর্যবেক্ষক দলের আরেক প্রতিনিধি গৌতম ঘোষ বলেন, অসাধারণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবাই শান্তিপূর্ণভাবে দীর্ঘ লাইনে অপেক্ষা ভোট দিয়েছে।

- Advertisement -islamibank

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আওতায় নেপাল, ভুটানসহ ৮টি দেশের প্রতিনিধিরা বিভিন্ন ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেন।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM