আ’ লীগ নেতা কামরুলের মরদেহ মিলল ড্রেনে

দেশজুড়ে ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধানখেতের ড্রেন থেকে কামরুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার সকালে উপজেলার হাঁকরইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -google news follower

নিহত কামরুল ইসলাম নাচোল ইউনিয়নের সূর্যপুরের মৃত হোসেন আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ধানক্ষেতের পাশে একটি ড্রেনে কামরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

- Advertisement -islamibank

ওসি মনিরুল ইসলাম বলেন, ‘কামরুল ইসলামের কপালে গভীর ক্ষত রয়েছে। তবে সেই ক্ষত পড়ে যাওয়ার কারণে হয়েছে নাকি কারো আঘাতে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

ওসি মনিরুল জানান, কামরুল নিয়মিত মাদক গ্রহণ করতেন।

মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মনিরুল ইসলাম।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM