দিল্লিতে ৪০টি স্কুলে বোমা হামলার হুমকি

প্রতিবেশী ডেস্ক :

ভারতের দিল্লির ৪৪টি স্কুলে সোমবার (৯ ডিসেম্বর) বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি পাওয়া স্কুলের মধ্যে ডিপিএস আরকে পুরাম এবং জিডি গোয়েঙ্কা স্কুলও আছে। খবর এনডিটিভির।

- Advertisement -

প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে শিক্ষার্থীতে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পুলিশকেও জানানো হয়েছে। ইমেইলে এসব বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এনডিটিভি ওই মেইলের একটি কপি পেয়েছে।

- Advertisement -google news follower

ইমেইলটি রোববার রাত ১১টা ৩৮মিনিটে পাঠানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ভবনের ভেতর একাধিক বোমা রাখা হয়েছে। ইমেইলে আরও লেখা হয়েছে, বোমাগুলো অনেক ছোট এবং তা অনেক ভালোভাবে লুকিয়ে রাখা হয়েছে।

যে ব্যক্তি ইমেইল করেছেন তিনি বোমা নিষ্ক্রিয় করতে ৩০ হাজার ডলার দাবি করেছেন।

- Advertisement -islamibank

ইমেইলে আরও লেখা হয়েছে, এসব বোমায় ভবনের বেশি ক্ষতি হবে না কিন্তু এতে অনেকজন আহত হবে। দিল্লি পুলিশ ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বোমা হামলার সতর্কতার খবর সকালে ছড়িয়ে পড়ে যখন স্কুল বাস আসতে শুরু করে এবং অভিভাবকরা তাদের বাচ্চাকে নামিয়ে দিতে আসেন।

সকাল ৬টা ১৫ মিনিটে জিডি গোয়েনকা স্কুল থেকে দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট প্রথম বোমা হামলা হুমকির ফোন পায়। এরপর ফোন আসে ডিপিএস আরকে পুরাম থেকে সকাল ৭টা ৬ মিনিটে।

ফোন পেয়েই বোমা নিষ্ক্রিয় দল, স্থানীয় পুলিশ, ফায়ার নির্বাপক কর্মকর্তাসহ স্কুলগুলোতে তল্লাশি শুরু করা। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM