চট্টগ্রামে গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন আহাদ কনভেনশন হলের সামনে থেকে গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

প্রায় ১২ বছর আত্মগোপনের থাকার পর অবশেষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গ্রেপ্তার হয় ওবায়দুল হক প্রকাশ রাজু (৩২) নামে এ আসামি।

- Advertisement -google news follower

গ্রেপ্তার রাজু নগরীর পতেঙ্গা থানাধীন খালপাড় এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

গণমাধ্যমে প্রেরিত র‌্যাব-৭ র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার রাজু ২০১২ সালে নগরীর বন্দর থানায় দায়েরকৃত গণধর্ষণ মামলার আসামি। ওই মামলায় আদালত তার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেও দীর্ঘ ১২ বছর ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করে ছিলেন রাজু।

- Advertisement -islamibank

মঙ্গলবার সন্ধ্যায় তার অবস্থান সনাক্ত করে নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাবের টিম। পরে গ্রেপ্তার আসামিকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM