প্রয়োজনে যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি অবস্থা জারির হুমকি ট্রাম্পের

মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির জন্য প্রয়োজনে যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি অবস্থা জারির হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি।

- Advertisement -

বৈঠকে জানানো হয়, জরুরি অবস্থা জারি হলে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই দেয়াল তৈরির বিলে অনুমোদন দিতে পারবেন তিনি।

- Advertisement -google news follower

এর আগে ড্যামেক্র্যাট দলীয় প্রতিনিধিদের সঙ্গে আরেক বৈঠকে ট্রাম্প বলেন, যতদিন মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে কংগ্রেস অর্থ বরাদ্দ দেবে না, ততদিন মার্কিন সরকারে অচলাবস্থা চলবে। মাসের পর মাস এমনকি বছর ধরেও তা চলতে পারে।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে ৫৬০ কোটি ডলার প্রয়োজন। সীমান্তটি বন্ধ করে দেওয়ার ব্যাপারে নিজের অবস্থান থেকে সরে যাবেন না বলে গোঁ ধরেছেন ট্রাম্প।

- Advertisement -islamibank

অন্যদিকে প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার বর্ষীয়ান ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি বলেন,  আমরা প্রেসিডেন্টকে স্পষ্ট করে বলতে চাই, সরকারের কার্যক্রম পুরোপুরি চালু না হলে এই সমস্যার সমাধান হবে না।- বিবিসি

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM