৩ নির্বাচন নিয়ে বৈঠকে বসছে ইসি

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন, কিশোরগঞ্জ-১ শূন্য আসন ও উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সোমবার (১৪ জানুয়ারি) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এই বৈঠক হবে।

- Advertisement -

এর আগে চলতি সপ্তাহে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল দেওয়ার কথা বলেছিলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের স্মারকলিপির বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

- Advertisement -google news follower

সংসদে সংরক্ষিত নারী আসনের ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে মনোনয়নপত্র ছাপানোও হয়েছে।

সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি-ঐক্যফ্রন্ট একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে একটি সংরক্ষিত আসন পেতে পারে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।

- Advertisement -islamibank

একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ৩০ জানুয়ারি। সব কিছু দ্রুত শেষ হলে এ অধিবেশনেই সংরক্ষিত নারী সংসদ সদস্যরা যোগ দেওয়ার সুযোগ পেতে পারেন।

৩০০ আসনের মধ্যে আটকে থাকা গাইবান্ধা-৩ আসনের ভোট হবে ২৭ জানুয়ারি।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM