মহেশখালী ও কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ৭ বসতঘর ও ১৮ দোকান ভস্মীভূত

কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে মহেশখালীর কালামরছড়ার মাইজপাড়ায় ৭টি বসতঘর এবং কুতুবদিয়ার ধুরুং বাজারের ১৮টি দোকান পুড়ে যায়।

- Advertisement -

সোমবার (১৪ জানুয়ারি) রাত ৯টায় মহেশখালীতে এবং দিবাগত রাত তিনটায় কুতুবদিয়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জামিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়ায় ৭টি বসতঘর আগুনে ভস্মীভূত হয়েছে। আগুনে আসবাব ও প্রয়োজনীয় পণ্যসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

- Advertisement -islamibank

ক্ষতিগ্রস্তরা হলেন, মাইজপাড়া গ্রামের পেটান আলী, আব্দু রহিম, আব্দু গফুর, আবু বক্কর, আবু তালেব, মরিয়ম খাতুন ও মোহছনা।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবু তালেব দাবি করেন, বাড়িতে থাকা নগদ ৮০ হাজার টাকা, মূল্যবান কাগজপত্র ও আসবাবসহ প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অপরদিকে, কুতুবদিয়ার ধুরুং বাজারে অগ্নিকাণ্ডে ১৮টি দোকান ভস্মীভূত হয়েছে। রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন লাগে। আমরা চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি।

ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহম্মদ জানান, রাত তিনটার দিকে কয়েকজন ব্যবসায়ী আমাকে ফোনের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা জানান। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।

জয়নিউজ/গিয়াসউদ্দিন/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM