নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন ভিত্তিহীন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন ভিত্তিহীন।

- Advertisement -

বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনে এক প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন সিইসি।

- Advertisement -google news follower

কে এম নূরুল হুদা বলেন, ‘মাঠ পর্যায় থেকে আমরা এমন কোনো অভিযোগ আমরা পাইনি। এমনকি মিডিয়া থেকেও অভিযোগ পাইনি। তাই ওই প্রতিবেদন আমরা প্রত্যাখ্যান করেছি।’

উল্লেখ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ভোটে অনিয়মের তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন দিয়েছে। এতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ত্রুটিপূর্ণ বলে দাবি করা হয়। নির্বাচনে ৩০০ আসনের মধ্য থেকে দ্বৈবচয়নের (লটারি) ভিত্তিতে ৫০টি বেছে নেয় সংস্থাটি।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM