চাঁদা তুলে হাতির শ্রাদ্ধ!

খেতের পাশে নিথর দেহ দুটো পড়ে থাকতে দেখে শিউরে উঠেছিলেন গ্রামবাসী। যেন স্বজনহারানোর শোক নেমে এসেছিল এলাকায়। সজল চোখে দু’জনকে শেষ বিদায় জানিয়েছিল ভারতের মেদিনীপুর নেপুরাবাসী।

- Advertisement -

মৃত্যুর ঠিক এগারো দিনের মাথায়, সোমবার ( ২১ জানুয়ারি) নিয়ম মেনে মৃত দুটি হাতির শ্রাদ্ধের আয়োজনও করলেন গ্রামবাসী। চাঁদা তুলে কয়েকশ’ লোককে খাওয়ানোর আয়োজনও ছিল সঙ্গে।

- Advertisement -google news follower

মেদিনীপুর বাসিন্দা সুব্রত ঘোষ বলেন, হাতি দুটির আত্মার শান্তি কামনায় আর সকলের মঙ্গল কামনায় এ দিন পুজোপাঠ হয়েছে।

উদ্যোক্তারা আরো জানিয়েছেন, শ্রাদ্ধের আয়োজনে সাহায্য চেয়ে বাড়ি বাড়ি ঘুরেছেন তাঁরা। তবে সকলেই কিছু না কিছু দিয়েছেন। খালি হাতে ফেরাননি কেউ।

- Advertisement -islamibank

উল্লেখ, ১১ জানুয়ারি গভীর রাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুটি পূর্ণবয়স্ক হাতি দুটোর মৃত্যু হয় নেপুরায়। পরদিন আলু খেতের পাশে হাতির দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। হাতিকে ঈশ্বরজ্ঞানে পুজো করার চল রয়েছে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায়।

সে দিনও বহু মানুষ ভিড় করেছিলেন। কেউ হাতির পায়ের কাছে রেখে গিয়েছিলেন ফুল, কেউ ধূপ জ্বেলে গিয়েছিলেন। গীতা পাঠ করে, পায়ে আলতা, মাথায় সিঁদুর ছুঁইয়ে শেষ বিদায় জানানো হয়েছিল হাতি দুটিকে।

সে দিন যেখানে হাতি দুটির দেহ মিলেছিল, সোমবার ঠিক সেখানেই শ্রাদ্ধের আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হয় বিভিন্ন আচার পালন। হাতির মূর্তিও কিনে আনা হয়েছিল। দিনক্ষণও ঠিক হয়েছিল পঞ্জিকানুযায়ী।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM