৭৬ যাত্রীসহ রুশ বিমান ছিনতাই!

রাশিয়ার ৭৬ যাত্রীসহ বিমান ছিনতাই করেছে এক অস্ত্রধারী যাত্রী। সাইবেরিয়া থেকে মস্কো যাওয়ার পথে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

- Advertisement -

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিমানটি সাইবেরিয়ার সারগাত শহর থেকে স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে যাত্রা শুরু করেছিল।

- Advertisement -google news follower

মিররের প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটকে অস্ত্রের মুখে জিম্মি করে আফগানিস্তানের দিকে যাওয়ার নির্দেশ দেন। পরে পাইলট বিমানটির জ্বালানি নেয়ার জন্য রাশিয়ার খান্তি-মানসিইস্ক শহরের বিমানবন্দরে অস্ত্রধারীর সম্মতিতে অবতরণ করেন।

এক ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি খান্তিতে অবতরণ করছে। পরে সশস্ত্র কর্মকর্তারা বিমানবন্দরে গিয়ে বিমান থেকে ওই যাত্রীকে আটক করেন।

- Advertisement -islamibank

প্রতিবেদনে বলা হয়, পাইলট ও জিম্মিকারীর কথোপকথন এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের কর্মকর্তাদের কাছে পৌঁছে যায়। তারা বিমানের পাইলটের জিম্মিদশার তথ্য জানালে দ্রুত বিমানবন্দরে পৌঁছান দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে কোনো ধরনের হতাহত ছাড়াই রুশ এই বিমানের জিম্মিদশার অবসান ঘটে।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM