সংসদে না যাওয়ার সিদ্ধান্তে অটল ঐক্যফ্রন্ট: রিজভী

সংসদে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অটল আছে জাতীয় ঐক্যফ্রন্ট। জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

- Advertisement -

সোমবার (২৮ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

- Advertisement -google news follower

গণফোরাম সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে বিএনপি কিছু জানে না বলে জানিয়ে রিজভী বলেন, এটা অপপ্রচার।

রিজভী আরও বলেন, দলীয় সিদ্ধান্ত ছাড়া তারা কীভাবে শপথ নেওয়ার কথা বলেন। সবাই ঐক্যবদ্ধ আছে। যা করা হবে সবার মিলিত সিদ্ধান্তেই হবে।

- Advertisement -islamibank

গণভবনে চায়ের দাওয়াত সম্পর্কে রিজভী বলেন, আমি একা বললে তো হবে না। যারা সিনিয়র আছেন, তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যথাসময়ে জানতে পারবেন।

আইন নিজস্ব গতিতে চলছে না, আইন ক্ষমতাসীনদের হাতের মুঠোয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাসীনদের বেআইনি বলপ্রয়োগের কারণে জনজীবনে অরাজকতার গভীর অন্ধকার নেমে এসেছে।

আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের ফাঁড়া কাটবে না বলেও মন্তব্য করেন রিজভী।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM