কাতালগঞ্জে দুটি রেস্টুরেন্টকে জরিমানা

নগরের পাঁচলাইশের কাতালগঞ্জ এলাকায় পাতিল ও বাংলা ফুডস নামে দুটি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্স না থাকায় এ জরিমানা করা হয়।

- Advertisement -

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর।

- Advertisement -google news follower

মুশফিকীন নূর জয়নিউজকে বলেন, দুপুরে কাতালগঞ্জ এলাকার দুটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠান দুটিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৫ ধারায় পাতিল রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং বাংলা ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করি।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM