অটোরিকশা উল্টে এসএসসি পরীক্ষার্থী আহত

কর্ণফুলী থানার ফকিরনিরহাট এলাকায় অটোরিকশা উল্টে তাসলিমা আক্তার রিমা (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। রিমা দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। তিনি পশ্চিম পটিয়ার বাবুল হকের মেয়ে।

- Advertisement -

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রিমা পরীক্ষা দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

সূত্র জানায়, রিমা সকালে ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় অংশ নিতে অটোরিকশায় কুসুমপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিলেন। তাকে বহনকারী রিকশাটি ফকিরনিরহাট এলাকায় আরেকটি অটোরিকশাকে দ্রুত ওভারটেক করার সময়  উল্টে যায়। এতে গুরুতর আহত হন রিমা। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, অটোরিকশা উল্টে তাসলিমা আক্তার রিমা নামে এক পরীক্ষার্থী আহত হয়েছেন। তাকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM