৫০ ভিক্ষুক পুনর্বাসন করবে নজির আহমদ ট্রাস্ট

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাস্টার নজির আহমদ ট্রাস্ট পুনরায় ৫০ ভিক্ষুক পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ নিয়েছে।  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিক্ষুকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ও প্রত্যয় ব্যাক্ত করেছেন সেই প্রেক্ষিতে ইতিপূর্বে বাঁশখালীর ১৫০ ভিক্ষুকের পুনর্বাসন নিশ্চিত করেছে ট্রাস্ট।

- Advertisement -

সেই ধারাবাহিকতায় আরও ৫০জন অসহায় ভিক্ষুককে পুনর্বাসন করার সিদ্ধান্ত নিয়েছে এ ট্রাস্টি বোর্ড।

- Advertisement -google news follower

মঙ্গলবার ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সিআইপি’র সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের সভা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় এ সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও সভায় জাতীয় শোক দিবসে ট্রাস্ট পরিচালিত সকল স্কুল, কলেজ, মাদরাসা ও এতিমখানায় জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে।

সভায় মুজিবুর রহমান সিআইপি বলেন, পর্যায়ক্রমে সকল ভিক্ষুকের পুনর্বাসনের মাধ্যমে বাঁশখালীকে ভিক্ষুক মুক্ত সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হবে ইনশাআল্লাহ ‘। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের অন্যতম সদস্য আলহাজ মাওলানা মফিজুর রহমান, অধ্যক্ষ আব্দুল কাদের, সাইদুর রহমান চৌধুরী জিহান, সেলিম রেজা, জাকির হোসাইন প্রমুখ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM