মহেশখালীতে গ্যাসের চুলার আগুনে পুড়ল ৯ বসতঘর

কক্সবাজারের মহেশখালীতে রান্নাঘরের গ্যাসের চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে গেছে।

- Advertisement -

আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন রহমতউল্লাহ, সাকের উল্লাহ, লাবুরিংমং, রাসেদা বেগম, সিবুমা, রিদোয়ান, গুরামিয়া, ধুলামং ও ফৌচিং রাখাইন।

- Advertisement -google news follower

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মহেশখালী পৌরসভার ছোট রাখাইন পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মৃত আবুল ফজল সিকদারের ছেলে রহমতউল্লাহর বাড়ির রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

- Advertisement -islamibank

বাড়ির মালিকরা জানান, হঠাৎ লাগা এ আগুনে বইপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও ব্যবহারসামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

স্থানীয় সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম জয়নিউজকে বলেন, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার সাজ্জাত হোসেন চৌধুরীর নেতৃত্বে ৮ সদস্যর একটি টিম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে ক্ষয়-ক্ষতি কম হয়েছে।

জয়নিউজ/শাহাবউদ্দীন/বিশু

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM