শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মাইজভাণ্ডারী ট্রাস্ট: মেয়র

শিক্ষিত জাতি গঠনে এস জেড এইচ এম ট্রাস্টের কার্যক্রম প্রশংসনীয়। শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট।

- Advertisement -

সম্প্রতি মাইজভাণ্ডারী বৃত্তি তহবিল আয়োজিত অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এ মন্তব্য করেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, তাদের এ কার্যক্রম শিক্ষিত জাতি গঠনে যেমন ভূমিকা রাখবে তেমনি সৎ ও খোদাভীরু নাগরিক সৃষ্টিতে কাজ করবে।

চসিক কে বি আবদুস সাত্তার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তি তহবিল পর্ষদ সাধারণ সম্পাদক সৈয়দ আবু আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম নাসির উদ্দিন চৌধুরী। এতে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টির আশীষ বাণী পাঠ করেন ট্রাস্টের নির্বাহী কর্মকর্তা (প্রশাসন) মোহাম্মদ নূরুল মোস্তফা।

- Advertisement -islamibank

শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মাইজভাণ্ডারী ট্রাস্ট: মেয়র

দ্বিতীয় পর্বে চসিক নিয়ন্ত্রিত বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সৈয়দ রফিকুল আনোয়ার, চবি আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড.জাফরুল্লাহ, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া ও অধ্যাপক মোহাম্মদ গোফরান।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চসিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান ও চসিক মাদ্রাসা পরিদর্শক মাওলানা হারুনুর রশিদ।

উল্লেখ, ১৭ জানুয়ারি ট্রাস্ট মিলনায়তনে প্রথম পর্বের স্কুল-কলেজ ও মাদ্রাসার ৮০ জন শিক্ষার্থীকে ৪ লক্ষ টাকার বৃত্তির অর্থ প্রদান করা হয়। এ পর্যন্ত ৮৯০ জন শিক্ষার্থীকে ২৬ লক্ষ ৫০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এর পরিধি আরো বাড়বে বলে জানান এস জেড এইচ এম ট্রাস্ট কর্তৃপক্ষ।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM