আ’লীগ-বিএনপি সমানে সমান

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সমানসংখ্যক পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থিত দুই প্যানেলের প্রার্থীরা।

- Advertisement -

সমিতির ১৯টি পদ রয়েছে। যার মধ্যে সভাপতিসহ ৯টি পদে জিতেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জিতেছে। বাকি একটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্যানেলের প্রার্থী।

- Advertisement -google news follower

সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের প্রার্থী বদরুল আনোয়ার ১ হাজার ২৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট সৈয়দ মোক্তার আহম্মদ পেয়েছেন ৮০২ ভোট।

সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের অ্যাডভোকেট আইয়ুব খান ১ হাজার ৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্যানেল সমমনা সংসদের অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম চৌধুরী টিপু পেয়েছেন ৮৩৮ ভোট।

- Advertisement -islamibank

এছাড়া সিনিয়র সহসভাপতি পদে বিএনপি সমর্থিত মো. ইসহাক, সহসভাপতি পদে আ’লীগ সমর্থিত মো. রফিকুল আলম, সহসাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত মো. রাশেদ ফারুকী, অর্থ সম্পাদক পদে বিএনপি সমর্থিত রফিকুল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে বিএনপি সমর্থিত জেবুন্নাহার লীনা, পাঠাগার সম্পাদক পদে সমমনা প্যানেলের ভাস্কর রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আ’লীগ সমর্থিত মো. হাসান মুরাদ জয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্যের পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের ৫ জন ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ৫ জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৩ হাজার ৪২৬ জন ভোটারের মধ্যে ২ হাজার ৭৩৩ জন ভোট দেন।

এর আগে রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের পর রাতে ফল ঘোষণা করা হয়। নির্বাচনে আইনজীবীদের ৪টি প্যানেল থেকে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM