কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪৮

আফগানিস্তানের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত হামলায় ৪৮ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয় ৬৭ জন। বুধবার (১৫ আগস্ট) বিকেলে আত্মঘাতী বোমা হামলার এ ঘটনা ঘটে। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একটি বার্তাসংস্থাকে এ তথ্য জানান।

- Advertisement -

ওই কর্মকর্তা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানটি কাবুলের পশ্চিমাঞ্চলের ১৮তম পুলিশ জেলায় অবস্থিত। হামলার সময় অনেক শিক্ষার্থী ক্লাস করছিল। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে শঙ্কা করা হচ্ছে।

- Advertisement -google news follower

স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশ, এ অঞ্চলের শিয়া মুসলিমদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়। এবারই প্রথম আফগানিস্তানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্য করে সরাসরি সন্ত্রাসী হামলা চালানো হলো।

েেশষ খবর পাওয়া পর্যন্ত, কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। অন্যদিকে তালেবান এই হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM