সবটাই কাকতালীয়

বাবার মৃত্যুদিনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও একুশে পদক গ্রহণের বিষয়টিকে কাকতালীয় বললেন দেশের গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

- Advertisement -

বুধবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

- Advertisement -google news follower

সুবর্ণা মুস্তাফা বলেন, কাকতালীয়ভাবে জীবনের সুখ-দুঃখ মিলেমিশে একাকার হয়ে যায়। সংরক্ষিত আসনে নারীদের প্রতিনিধিত্ব করতে আসা সহজ বিষয় নয়। আমার জন্য এটা একেবারেই নতুন অঙ্গন।

তিনি আরো বলেন, সংরক্ষিত আসনটা নারী ক্ষমতায়নের জন্য একটা সুযোগ। আমার বিশ্বাস, আমরা যারা আজকে শপথ গ্রহণ করেছি তারা নিজেদের কাজের জায়গাটা খুব শিগগিরই বুঝে উঠতে পারব।

- Advertisement -islamibank

আজই তিনি আবার একুশে পদক গ্রহণ করবেন। একইসঙ্গে কণ্ঠশিল্পী সুবীর নন্দী, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনসহ বিভিন্নক্ষেত্রে অবদানের জন্য ২১ বিশিষ্টজন একুশে পদক পাচ্ছেন।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM