মোমিন রোডে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ

নগরের মোমিন রোডের ফুটপাতের ওপর অবৈধ ফুলের দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

- Advertisement -

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।

- Advertisement -google news follower

অভিযানে মোমিন রোডের ফুটপাত অবৈধভাবে দখল করে ফুল ও দোকানের পণ্য সামগ্রী স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে রীমা ফুলের দোকানকে ৫ হাজার টাকা, পুস্প বিতানকে ৫ হাজার টাকা ও ফ্লাওয়ার কর্ণকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার বলেন, নগরের ফুটপাতে পথচারীদের হাঁটা-চলা নির্বিঘ্ন করার লক্ষ্যে সব অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করা হবে।

জয়নিউজ/কাউছার/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM