কাদেরের ‍চিকিৎসায় দেশে আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জীবন শংকায়। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে দলের সাধারণ সম্পাদকের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে একদল চিকিৎসক ঢাকায় আসছেন।

- Advertisement -

রোববার (৩ মার্চ ) সন্ধ্যা ৭টায় তারা এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকায় পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -google news follower

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর উদ্যোগে আসা সিঙ্গাপুরের চিকিৎসকরা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন। এ মুহূর্তে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব না হলেও তারা এখানেই চিকিৎসা দেবেন।

সূত্র আরো জানায়, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন এই দলে।

- Advertisement -islamibank

এদিকে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য ভারত থেকেও চিকিৎসক দলকে ডাকা হয়েছে বলে জানা গেছে।

এর আগে রোববার সকালে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রাম শেষে তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লকে রিং পরানো হয়। রিং পরানোর পর তাঁকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে রাখা হয়েছে।

জয়নিউজ/অভিজিত/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM