‘দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নাসিবের অবদান আছে’

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) ও লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের (এলইপিবিসি) যৌথ উদ্যোগে ‘প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট থ্রু মেইনটেনিং প্রোপার কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন এলইএস’ শীর্ষক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

হোটেল আগ্রাবাদে নাসিব প্রেসিডেন্ট মির্জা নুরুল গনি শোভনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

- Advertisement -google news follower

তিনি বলেন, নাসিব বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে প্রাচীনতম। সরকার অতীতে এ সংগঠনকে সহযোগিতা করেছে এবং বর্তমানেও করে যাচ্ছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এর অবদান আছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের এনপিও রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলী, নাসিব উপদেষ্টা কাউন্সিল সদস্য জাহাঙ্গীর চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মো. মুজিবুর রহমান বেলাল, সহ সভাপতি মনিরুজ্জামান স্বপন, চট্টগ্রাম মহানগর প্রেসিডেন্ট এএসএম আবদুল গাফফার মিয়াজী, চট্টগ্রাম জেলা প্রেসিডেন্ট সিরাজ আহমেদ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM