রোহিঙ্গাদের জন্য বিশ্ব ব্যাংকের ১৪০০ কোটি টাকা অনুমোদন

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা (১৬ কোটি ৫০ লাখ ডলার) অনুদান অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক।

- Advertisement -

শুক্রবার (৮ মার্চ) ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বোর্ড সভায় বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখের বেশি রোহিঙ্গাদের জন্য এ অনুদান অনুমোদন করা হয়।

- Advertisement -google news follower

সংস্থাটির ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ইমারজেন্সি মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে দুর্যোগ থেকে বাঁচানোর পাশাপাশি রোহিঙ্গাদের মৌলিক চাহিদা মেটাতে এ অর্থ ব্যয় করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্ব ব্যাংকের এই অর্থের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য আবাসন অবকাঠামো নির্মাণ করা হবে। প্রকল্পটির আওতায় থাকবে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, সড়ক, ফুটপাত, ড্রেন, কালভার্ট এবং সেতু নির্মাণ, ক্যাম্পের ভিতরে এবং রাস্তায় রাস্তায় সড়ক বাতি স্থাপন।

- Advertisement -islamibank

পাইপ দিয়ে পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখা ব্যবস্থা করা এবং পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন করাও এই প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM