সারাদেশে নির্বাচন সুষ্ঠু হচ্ছে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, সারাদেশে উপজেলা নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হচ্ছে।

- Advertisement -

রোববার (১০ মার্চ) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

- Advertisement -google news follower

হানিফ বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতেই বিএনপি নির্বাচন থেকে পিছু হটেছে। এবারই প্রথম বাংলাদেশে দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দিলেও সারাদেশে কোনো প্রার্থী দেয়নি বিএনপি। দলটি বলছে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না তারা।

এবার পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ১২টি জেলার ৭৮টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৪২ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ২০৭ জন, ভাইস চেয়ারম্যান ৩৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ২৪৯জন। মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০জন। মোট ভোটকেন্দ্র ৫ হাজার ৮৪৭টি।

জয়নিউজ/অভিজিত/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM