সিসি ক্যামেরার আওতায় বাগমনিরাম ওয়ার্ড

সিসি ক্যামেরার আওতায় আসছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৫নং বাগমনিরাম ওয়ার্ড এলাকা। ওই ওয়ার্ডের অপরাধপ্রবণ ৬৪টি স্পটে স্থাপন করা হবে উচ্চ ক্ষমতাসম্পন্ন ও অত্যাধুনিক প্রযুক্তির সিসি ক্যামেরা।

- Advertisement -

এলাকায় রাজনৈতিক সহিংসতা, অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডরোধে এসব সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম। এসব ক্যামেরা স্থাপনের সম্পূর্ণ ব্যয় বহন করছে প্রতিষ্ঠানটি।

- Advertisement -google news follower

সম্প্রতি বাগমনিরাম ওয়ার্ডের কোতোয়ালি থানার অংশে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন।

এসময় কেএসআরএম ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

ইতিমধ্যে ৩২টি স্পটে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য স্পটেও ক্যামেরা স্থাপন করা হবে।

কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শাহরিয়ার জাহান এ প্রসঙ্গে বলেন, আমরা সাধারণ মানুষের সুবিধার্থে যেকোনো সামাজিক কর্মকাণ্ড এবং অপরাধ দমনের জন্য প্রশাসনের পাশে থাকার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আমরা বাগমনিরাম ওয়ার্ডকে সিসি ক্যামেরায় আওতায় নিয়ে এসেছি। প্রয়োজনে নগরের অপরাধপ্রবণ অন্যান্য এলাকাতেও সিসি ক্যামেরা স্থাপনে পুলিশকে সহযোগিতা করবে কেএসআরএম।

জয়নিউজ/কাউছার/বিশু

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM