সুবর্ণজয়ন্তীতে চবি রসায়ন বিভাগের বর্ণিল আয়োজন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাতাসে উৎসবের আমেজ। রাত পোহালেই শুরু হবে উচ্ছ্বাস। দীর্ঘদিন পর দেখা মিলবে প্রাণের বন্ধুর।

- Advertisement -

চবি রসায়ন বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষেই এই উৎসব আমেজ। দু’দিনব্যাপী বর্ণিল এ আয়োজন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৪ মার্চ)।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার সকাল ৮টায় রেজিস্ট্রেশন সামগ্রীর বিতরণের মাধ্যমে শুরু হবে বাহারি এ আয়োজনের। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হবে সকাল ১১টায়। দু’দিনের বাহারি এ আয়োজনের উদ্বোধক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

প্রথম দিনের আয়োজনের মধ্যে রয়েছে বেলা সাড়ে ১২টায় ডকুমেন্টারি প্রদর্শন, পরে বিশিষ্টজনদের সংবর্ধনা। অনুষ্ঠানের এ পর্যায়ে থাকবে মধ্যাহ্ন ভোজ।

- Advertisement -islamibank

দুপুর ২টায় সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে শুরু হবে দিনের পরবর্তী অধিবেশন। এরপর রসায়ন এলামনাইদের স্মৃতিচারণ ও পরিবেশনা। বিকেল ৫টায় সান্ধ্যকালীন আপ্যায়নের মধ্যদিয়ে শেষ হবে দিনের আয়োজন।

উৎসবের শেষ দিনের (১৫ মার্চ) আয়োজনের সূচনা হবে রসায়ন এলামনাইদের স্মৃতিচারণের মধ্যদিয়ে। সকাল সাড়ে ১১টায় ‘রসায়নের গুরুত্ব : প্রসঙ্গ বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনা। বেলা সোয়া ১২টায় একেবারে নতুন থেকে পুরনো ব্যাচের ফটোসেশন। এরপর জুমার নামাজ এবং মধ্যাহ্নভোজের বিরতি।

বিরতি শেষে ফের আয়োজন শুরু হবে দুপুর আড়াইটায়, আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায়। বিকেল ৪টায় র্যাফেল ড্র। বিকেল সাড়ে ৪টায় জনপ্রিয় ব্যান্ড দল ‘সোলস’-এর সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে পর্দা নামবে দু’দিনব্যাপী আয়োজনের।

জয়নিউজ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM