ব্রাজিলের স্কুলে বন্দুকধারীদের হামলা, নিহত ৮

ব্রাজিলের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় শিক্ষার্থীসহ ৮ জন নিহত হয়েছে। মুখোশধারী দুই হামলাকারী হামলা চালানোর পর নিজেরাও আত্মহত্যা করে।

- Advertisement -

পুলিশ জানায়, বুধবার (১৩ মার্চ) সাও পাওলোর সুজানো এলাকায় ওই হামলার ঘটনার ঘটে। দু’জন অস্ত্র নিয়ে একটি স্কুলভবনে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালায়। নিহতদের মধ্যে ৬ জন শিক্ষার্থী এবং ২ জন শিক্ষক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিক্ষার্থীদের বয়স ১৫ বা ১৬ বছর।

- Advertisement -google news follower

গ্লোবো টিভির এক ভিডিওতে দেখা গেছে, স্কুলে প্রবেশ করে হামলা চালায় ১৭ এবং ২৫ বছর বয়সী দুই হামলাকারী। গোলাগুলির শব্দের মধ্যে চিৎকার করছিল শিশুরা। তারা ছোটাছুটি করছিল, বন্দুকধারীদের কাছে জীবনভিক্ষা চাইছিল। হামলার পর স্কুলটি বন্ধ রাখা হয়েছে। হামলাকারীরা ওই স্কুলের প্রাক্তন ছাত্র ছিল।

ব্রাজিল বিশ্বের সবচেয়ে সহিংস দেশগুলোর একটি হলেও, সেখানে স্কুলে গোলাগুলির ঘটনা বিরল।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM