ফটিকছড়ি-চন্দনাইশে পুড়েছে ২৪ দোকান, ৯ বসতঘর

ফটিকছড়ি ও চন্দনাইশ উপজেলায় পৃথক দু’টি অগ্নিকাণ্ডে ২৪টি দোকান ও ৯ বসতঘর পুড়ে গেছে।

- Advertisement -

রোববার (১৭ মার্চ) রাতে ফটিকছড়ি ভূজপুরের শান্তিরহাট ও চন্দনাইশে হাজীপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পৃথক দুই অগ্নিকাণ্ডে ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

- Advertisement -google news follower

ফটিকছড়ির শান্তিরহাট এলাকায় চুলা থেকে রোববার রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার স্টেশনের দুটি গাড়ি গিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফার্নিচার, গ্যারেজ ও হোটেলসহ ২৪টি দোকান পুড়ে যায়। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
চন্দনাইশের হাজীপাড়ায় রোববার রাত ১২টার দিকে নুরুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার স্টেশনের কর্মীরা রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩টি সেমিপাকা ঘর ও ৬টি কাঁচা বসতঘর পুড়ে যায়। এতে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জয়নিউজকে বলেন, ভুজপুর ও চন্দনাইশে রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করে।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM