পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সমাবেশ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে ও পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় নগরের বস্তি এলাকায় বসবাসরত কিশোর-কিশোরীদের নিয়ে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মার্চ) নগরের আকবর শাহ বিশ্বকলোনীর কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা নারীর অধিকার শীর্ষক এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

- Advertisement -

পরিবার পরিকল্পনা অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক ডা. উ খ্যে উইনের সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম।

- Advertisement -google news follower

এতে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রামের সহকারী পরিচালক সুব্রত কুমার চৌধুরী ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের আঞ্চলিক ব্যবস্থাপক শেখ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন ডবলমুরিং জোন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খোরশেদ আলম।

সমাবেশে কিউআইটি চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কনসালটেন্ট ডা. ছেহেলী নার্গিস কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে নানা তথ্য জানান।

জয়নিউজ/বাচ্চু/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM