চট্টগ্রামে বাণিজ্যিক খাতে গ্যাসের জটিলতা কাটছে!

জ্বালানি ও খনিজ সম্পদ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, চট্টগ্রামে বাণিজ্যিক খাতে জটিলতা নিরসন করতে গ্যাস সংযোগ প্রক্রিয়া দ্রুততর করা হবে।

- Advertisement -

সোমবার (২৫ মার্চ) চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম টেলিফোনের মাধ্যমে জ্বালানি সচিবকে গ্যাস সংযোগ প্রক্রিয়া দ্রুততর করার অনুরোধ জানালে তিনি এ আশ্বাস দেন।

- Advertisement -google news follower

উল্লেখ্য, চট্টগ্রামে বাণিজ্যিক খাতে নতুন গ্যাস সংযোগের জন্য শতাধিক ব্যবসায়ী ডিমান্ড নোটের টাকা পরিশোধ করেও দীর্ঘদিন ধরে গ্যাস সংযোগের অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন জটিলতার কারণে গ্যাস সংযোগ প্রক্রিয়া বন্ধ থাকায় প্রতিষ্ঠানগুলো উৎপাদনে যেতে পারছে না। এতে কোটি টাকার লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা।

জয়নিউজ/ফয়সাল/বিশু

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM