হত্যা-ধর্ষণের বিচার চায় রোহিঙ্গারা

মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়াদের জাতিগত নিধনের মুখে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার এক বছর পূর্ণ হয়েছে আজ শনিবার (২৫ আগস্ট)। গত বছরের এই দিনে শুরু হওয়া মিয়ানমার বাহিনীর নির্যাতন ও হত্যাযজ্ঞের মুখে কক্সবাজারে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা।

- Advertisement -

মিয়ানমার সেনা ও বৌদ্ধ মিলিশিয়াদের হত্যাযজ্ঞ, ধর্ষণ-নির্যাতনের বিচারের দাবিতে শনিবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রতিটি রোহিঙ্গা ক্যাম্পে বিক্ষোভ হয়েছে।

- Advertisement -google news follower

একইসঙ্গে পূর্ণ নাগরিকত্ব দিয়ে মর্যাদার সঙ্গে তাদেরকে মিয়ানমারে প্রত্যাবাসনের দাবি করেছে বিক্ষোভকারীরা।
প্রতিবাদ ও বিক্ষোভের পাশাপাশি মিয়ানমার বাহিনীর হাতে নিহত স্বজনদের আত্মার মাগফেরাত কামনায় রোহিঙ্গা ক্যাম্পের মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।

এসব কর্মসূচিতে হাজার হাজার রোহিঙ্গা অংশ নেয়।

- Advertisement -islamibank

উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে। কুতুপালং ও বালুখালীতে কিছু রোহিঙ্গা রাস্তায় মিছিল করে আবার ক্যাম্পে চলে যায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM