ত্রিদেশীয় সিরিজে বাড়তি নিরাপত্তা চাইবে বিসিবি

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। যেখানে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক আয়ারল্যান্ড।

- Advertisement -

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে সতর্ক বিসিবি। তাই আয়ারল্যান্ডে টাইগারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইবে বিসিবি বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

- Advertisement -google news follower

সোমবার (১ এপ্রিল) তিনি সাংবাদিকদের বলেন, আমরা ইতোমধ্যে আয়ারল্যান্ড বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। ত্রিদেশীয় সিরিজে তাদের সিকিউরিটি প্ল্যান চাওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করছি তারা তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট প্ল্যানটা আমাদের পাঠিয়ে দেবে।

ত্রিদেশীয় সিরিজের সময় আলাদা অনুশীলন এবং হোটেলে বাড়তি নিরাপত্তা কর্মী দলের সঙ্গে চায় বিসিবি। একই পরিকল্পনা থাকতে পারে বিশ্বকাপের সময়ও। নিজস্ব খরচে এসব নিরাপত্তা কর্মী দলের সঙ্গে রাখবে বিসিবি বলে জানিয়েছেন তিনি।

জয়নিউজ/অভিজিত/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM