শিশু সুরক্ষায় কোডেক-চসিক-ইউনিসেফের অনন্য দৃষ্টান্ত

শিশু-কিশোরদের সুরক্ষায় বেসরকারি উন্নয়ন সংগঠন কোডেক, ইউনিসেফ ও চট্টগ্রাম সিটি করপোরেশন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে । শনিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় একটি কমিউনিটি সেন্টারে আরবান প্রকল্পের সুরক্ষা কেন্দ্রের বস্তিতে বসবাসকারী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

- Advertisement -

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১৭ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলার ফারজানা পারভিন, সিটি করপোরেশনের বস্তির উন্নয়ন কর্মকর্তা মইনুল হোসেন আলী চৌধুরী জয়। কোডেকের পক্ষে উপস্থিত ছিলেন শফি উল্লাহ মজুমদার ( উপ-পরিচালক ও ফোকাল পারসন) অলকা চৌধুরী ( প্রকল্প সমন্বয়কারী) ,সফিকুছ সালেহ ও তাজমুন নাহার হামিদ ( সেন্টার ম্যানেজার),সুমন কা‌ন্তি নাথ,মাখনুন সুলতানা,খা‌দিজা আকতার,অর‌মিতা পা‌লিত (সোস্যাল কাউ‌ন্সিলর), রোমান মিয়া( নিউট্রিশন ফ্যাসিলিটেটর ), উপেন্দ্র মোহন ত্রিপুরা, মো. নজিমুল হাসান (ক‌মিউ‌নি‌টি সুপারভাইজার) সহ আরবান প্রক‌ল্পের সকল সহকমীরা ।

- Advertisement -google news follower

উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংগঠন কোডেক, চট্টগ্রাম সিটি করপোরেশন এর আওতাভুক্ত নির্বাচিত চারটি ওয়ার্ডে বস্তিতে বসবাসকারী শিশু, কিশোর ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিতকল্পে সিটি করপোরেশনের সাথে ও ইউনিসেপ এর অর্থায়নে যৌথভাবে অক্টোবর ২০১৮ সালে হতে কাজ শুরু করেছিল। শিশু সুরক্ষা কেন্দ্রের মাধ্যমে বস্তির চারটি ওয়ার্ডে ১০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু চিহ্নিত করার পর তাদের ২৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। শিশু সুরক্ষা কেন্দ্রের মাধ্যমে ৮ টি সেন্টারে প্রতিটিতে ২০ জন করে,মোট ১৬০ জন সুবিধাবঞ্চিত, স্কুল ড্রপ-আউট শিশু চাহিদার ভিত্তিতে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। শিশুরা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুরক্ষা কেন্দ্র গুলোতে খেলাধুলা করতে পারে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM