পঁচিশে বিয়ে না করলেই শাস্তি!

ডেনমার্কে রয়েছে অদ্ভুত এক প্রথা। ২৫ বছর বয়স হওয়ার আগেই বিয়ে করে ফেলতে হবে, নয়তো পেতে হবে শাস্তি!

- Advertisement -

সে শাস্তি দেওয়ার দায়িত্ব আত্মীয়-স্বজনদেরই। শাস্তি হিসেবে তাদের জন্মদিনে সারা গায়ে দারুচিনির গুঁড়া ছড়িয়ে দেওয়া হয়। সে সঙ্গে পানিও ছিটিয়ে দেন। যাতে দারুচিনির গুঁড়া গায়ে লেপ্টে যায়। এটা করতে কারো অনুমতির প্রয়োজন নেই। এমনকি কোনো অভিযোগও করতে পারবে না ভুক্তভোগীরা। তারা মনে করেন, এটা মূলত মনে করিয়ে দেয়া।

- Advertisement -google news follower

এ প্রথার শুরুটা হয়েছিল বহু শতক আগে। মশলা বিক্রির জন্য যেসব সেলসম্যান ঘুরে বেড়াতেন বিভিন্ন জায়গায়, তাদের পক্ষে ঘর-সংসার পাতা প্রায় অসম্ভব হয়ে উঠতো। এমন অবিবাহিত সেলসম্যানদের ‘পেপার ডুডস’ বলা হতো। ডেনমার্কের তরুণরা যাতে তাদের পথে না হাঁটেন, সেজন্যই এ প্রথার তৈরি।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM