আবারও শ্রীলঙ্কায় বিস্ফোরণ

আবারও শ্রীলঙ্কায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বের পুগোদা শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

- Advertisement -

স্থানীয় পুলিশের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ওই বিস্ফোরণ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

- Advertisement -google news follower

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা জানান, ম্যাজিস্ট্রেট আদালতের পেছনের খোলা মাঠে বিস্ফোরণের ঘটনায় তদন্ত করছে পুলিশ।

তিনি জানান, আদালতের পেছনে একটি বিস্ফোরণ হয়েছে। আমরা তদন্ত করছি। সাম্প্রতিক সময়ে যে ধরনের নিয়ন্ত্রিত বিস্ফোরণ হয়েছে এটা সেরকম না।

- Advertisement -islamibank

এর আগে শ্রীলঙ্কায় রোববার ইস্টার সানডে উদযাপনের সময় তিনটি গির্জা, তিনটি হোটেল এবং আরও দু’টি স্থানে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও পাঁচ শতাধিক মানুষ।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM