জুমার খুতবায় জঙ্গিবাদবিরোধী বয়ান আহ্বান প্রধানমন্ত্রীর

মানুষকে সচেতন করতে জুমার খুতবায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বয়ান দিতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

- Advertisement -

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গণভবন থেকে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে আন্তঃনগর বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, শ্রীলঙ্কায় ইস্টার সানডে উপলক্ষে যে ভয়াবহ হামলা হয়েছে, জঙ্গিরা বাংলাদেশেও এমন হামলার চক্রান্ত করেছিল। কিন্তু বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা ব্যর্থ হয়েছে।

এ সময় সারাদেশের মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিরীহ মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। কাউকে হত্যা করার মাধ্যমে কারো বিচারের অধিকার ইসলাম কাউকে দেয়নি। বিচার করবেন আল্লাহ রাব্বুল আল আমিন। জুমার খুতবায় আপনারা জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচার করবেন।

- Advertisement -islamibank

তিনি বলেন, আমরা শান্তি চাই। দেশে শান্তি থাকলে অবশ্যই উন্নয়ন হবে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM